ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইংল্যান্ডের ফুটবলার মার্টিন জেমস ক্রানির জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

পুরো নাম মার্টিন জেমস ক্রানি। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত সমর্থক। ১৯৮৬ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন এই ফুটবল ডিফেন্ডার। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি ব্যপক আগ্রহ ছিলো মার্টিনের। স্কুল ফুটবলে নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নেন বয়স ভিত্তিক ফুটবলে। সাউথদাম্পটন যুব দলের হয়ে খেলার মধ্য দিয়ে শুরু করেন ক্লাব ক্যারিয়ার। এরপর ১৮ বছর বয়সে এই ক্লাবের মূল দলে নাম লেখানোর মধ্য দিয়ে ২০০৪ সালে পেশাদার ফুটবলে প্রবেশ করেন এই ইংলিশ তারকা। সাউদাম্পটন ক্লাবে খেলেন ২০০৪ সাল খেকে ২০০৭ সাল পর্যন্ত। এই ক্লাবের হয়ে লোনে খেলেন র্বোনমাউথ এবং দুই মৌসুম খেলেন ইয়েঅভিল টাউন ক্লাবে। এর পরপরই যোগদেন ইংল্যান্ডের আরেক ক্লাব পোর্টস মাউথে। মাঝে লোনে খেলেন কুয়িন্স পার্ক রেনজাস এবং চালটন অ্যাথলেটিক ক্লাবে। ২০০৯ সালে তিন মৌসুমের জন্য নতুন করে চুক্তিবদ্ব হয় কভেনর্টি সিটি ক্লাবে সঙ্গে। ফুটবল ক্যারিয়ারে সব চেয়ে বেশি ম্যাচ খেলেন এই ক্লাবে। এই ক্লাবের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন ১১৪টি। মৌসুম শেষ হতেই নতুন করে চক্তিবদ্ব হন ব্রান্সলে ক্লাবে। বর্তমানে খেলছেন হুন্ডাসফিল্ড টাউন ক্লাবে হয়ে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠ মাতিয়েছেন মার্টিন। ক্যারিয়ারের শুরতেই ২০০৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাঠে নামেন এ ফুটলার। খেলেন ইংল্যান্ড অনূর্ধŸ-১৮, ১৯, ২০ এবং ২১। ফুটবলের সাথে নিজেকে আরো জড়িত রাখতে চায় এই ইংলিশ তারকা।