ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
স্বপ্নের মতো এক সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়, বিশ্বকাপ জয়সহ আরও অনেক কীর্তি গড়ার পর এবার তার কপালে জুটল আরেকটি রাজমুকুট। ২০১৮ সালের ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিজের করে নিয়েছেন এ উইঙ্গার।
প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল থেকে ব্যালন ডি’অরের পাশাপাশি ফ্রান্সের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এবারের পুরস্কারের দৌড়ে এমবাপ্পের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশি রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজম্যান। তিনজনই গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন। তবে দুইজনকে পেছনে ফেলে ৬১ তম ফুটবলার হিসেবে ফ্রান্সের বর্ষসেরা হয়েছেন এমবাপ্পে।
রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পের অভিযান ছিল দেখার মতো। ছবির ও কবিতার দেশকে বিশ্বকাপ জেতানোর পথে বেশ ক’টি রেকর্ড গড়েন তিনি। গড়েন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে গোল করার নজির। পাশাপাশি সবচেয়ে তরুণ হিসেবে ফাইনালেও গোল করার কীর্তি গড়েন। দুটি রেকর্ডেই বসেন ফুটবল রাজাখ্যাত ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে। সবমিলিয়ে চার গোল করে সেরা উদীয়মান ফুটবলের পুরস্কারও জেতেন ফরাসি বিস্ময়।
একে//