মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশির সাথে গুলশান হামলার সাথে জড়িতদের সাক্ষাৎ হয়েছিল
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি পিয়ার আহমেদ আকাশের সাথে গুলশান হামলার সাথে জড়িতদের সাক্ষাৎ হয়েছিল বলে খবর দিয়েছে আর্ন্তজাতিক গণমাধ্যম। আর আগস্টের তৃতীয় সপ্তাহে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় ফেরত পাঠানো হয় তাকে। গত বছর আকাশকে ধরিয়ে দিতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করেছিল বাংলাদেশ। ২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর একেফরটি সেভেনসহ ফেনীতে গ্রেপ্তার হয়েছিল এই আকাশ।
পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় জড়িতদের সাথে যোগাযোগ ছিল পিয়ার আহমেদ আকাশের।
গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আল কায়েদা ও ইসলামিক স্টেট-আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার আইনশৃঙ্খলাবাহিনী যে ৪ জনকে গ্রেপ্তার করে তাদেরই একজন এই আকাশ।
১৯ আগস্ট গ্রেপ্তার হওয়া আকাশকে ২ সেপ্টেম্বর ঢাকা পাঠায় মালয়েশিয়া। এরপর ৩ সেপ্টেম্বর তাকে ফেনী নিয়ে যাওয়া হয়। আর ৪ সেপ্টেম্বর ফেনী আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর ৩ সহযোগি ও দু’টি একে ফরটি সেভেন রাইফেলসহ ফেনীতে গ্রেপ্তার হয়েছিল এই আকাশ। ২০০৪ সালে পহেলা এপ্রিল চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ অস্ত্রের চালান থেকে কিছু রাইফেল চুরি হয়। চুরি যাওয়া ওই রাইফেলসহই গ্রেপ্তার হয়েছিল আকাশ ও তার সহযোগিরা। ওই মামলায় ৭ বছর সাজা হয় তার। পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিনে মুক্ত হয়ে মালয়েশিয়ায় পাড়ি জমায় সে। মালয়েশিয়াতেও ২০১৪ সালে আরেকবার গ্রেফতার হয়েছিল আকাশ।
তাকে ধরিয়ে দিতে গত বছর আর্ন্তজাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীতে দু’টি মামলা রয়েছে।