ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিজয়ের মহোৎসবের ৬ষ্ঠ দিনের আয়োজন সম্পন্ন

প্রকাশিত : ১২:০৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘বিজয়ের মহোৎসব ২০১৮’ শিরোনামে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের  ৬ষ্ঠ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে।   

বুধবার (২৬ ডিসেম্বর) সাড়ে ৪টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয় ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ২১-২৭ ডিসেম্বর প্রতিদিন নানান আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় বিজয়ের মাসে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাবো আমরা উন্নতির শিখরে’ শ্লোগানে এই আয়োজন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সাড়ে ৪টায় চলচ্চিত্র প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এছাড়া থাকবে আলোচনা, চলচ্চিত্র, নাটক, পালা, সঙ্গীত ও নৃত্য, অ্যাক্রোবেটিকসহ নানান ধরনের পরিবেশনা।

শুরুতে প্রামাণ্যচিত্র ‘লাল সবুজের দীপাবলি’ এবং বাংলাদশে শিল্পকলা একাডেমির কার্যক্রম সংক্রান্ত তথ্যচিত্র পরিবেশিত হয়।  

কবি আসাদ চৌধুরী-এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং স্বাগত বক্তব্য দিয়েছেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ফারহানা চৌধুরী বেবী’র পরিচালনায় নৃত্য পরিবেশন করে বাফা। সোহেল রহমান-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করে শিখড় কালচারাল অরগানাইজেশন। সংগীত পরিবেশন করেছেন শিল্পী ইবনে রাজন, অনিমা মুক্তি গোমেজ, সোহান, লুইপা, পলাশ। তপন হাফিজ-এর নির্দেশনায় উৎপল দত্ত-এর নাটক ‘দ্বীপ’-এর অংশ বিশেষ পরিবেশন করে নাট্যতীর্থ। শাহীন রেজা রাসেল-এর রচনা ও কাজী রাকিব-এর নির্দেশনায় ‘রক্তঋণ’ নাটকের অংশবিশেষ পরিবেশন করে তীরন্দাজ নাট্যদল। কাজল ও বাবলী দেওয়ান-এর কবি গান পরিবেশিত হয়।

কেআই/এসি