কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৪তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের এই দিনে ঢাকার বিক্রমপুরে এক সল্ফ্ভ্রান্ত পরিবারে জন্ম হয় তার।
রাবেয়া খাতুনের প্রথম উপন্যাস ‘মধুমতী’ প্রকাশিত হয় ১৯৬৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় অনন্ত অন্ব্বেষা, রাজারবাগ শালিমারবাগ, মন এক শ্বেতকপোতী, ফেরারী সূর্য, অনেকজনের একজন, জীবনের আরেক নাম, দিবস রজনী, সেই এক বসন্তে, ই ভরা ভাদর মাহ ভাদর, মোহর আলী, নীল নিশীথ, বায়ান্ন গলির এক গলি, পাখিসব করে রব প্রভৃতি।
তারা উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে মধ্যরাতে সাত মাইল, লালচিঠি, মুক্তিযুদ্ধের গল্পসমগ্র, তোমার কাছে যাবো বলে। কথাশিল্পী রাবেয়া খাতুনের সাহিত্যকীর্তির আর এক উজ্জ্বল নিদর্শন ভ্রমণসাহিত্য। হে বিদেশি ভোর,
মোহময়ী ব্যাংকক, টেমস থেকে নায়াগ্রা, কুমারী মাটির দেশে, হিমালয় থেকে আরব সাগরসহ বহু ভ্রমণকাহিনী রচনা করেছেন।
সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরউদ্দীন স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এসএ/