গাজীপুরে আগুনে পুড়ল ১৮২ ঘর
প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন লেগে টিনশেডের ১৮৩টি ঘর ও মালামাল পুড়ে গেছে। সাভার ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ভোরে শহরের চক্রবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ কোলোনিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকত। বৃহস্পতিবার ভোরে প্রথমে আনোয়ারা বেগমের মালিকানাধীন কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা পাশের সেমিপাকা ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভসের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিস্তু ততক্ষণে কলোনির ১৮২টি ঘর এবং ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
একে//