সাংবাদিক ও ব্যাংকারদের সম্মানে প্রাইম ব্যাংকের সামাজিক সন্ধ্যা
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) সম্প্রতি রাওয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক ও ব্যাংকারদের সম্মানে একটি সামাজিক সন্ধ্যার আয়োজন করে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোঃ তাবারক হোসেন ভূঁঞা অতিথিদের উদ্দেশ্যে একটি স্বাগত ভাষণ দেন।
ভাষণে তিনি কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, পিবিআইএল পোর্টফোলিও ম্যানেজমেন্টের পাশাপাশি ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটার হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি পিবিআইএল বেশ কয়েকটি বানিজ্যিক ব্যাংকের বন্ড ইস্যুর খবধফ অৎৎধহমবৎ হিসেবে কাজ করছে। এছাড়াও ব্যবসা সম্প্রসারণের জন্য পিবিআইএল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের একটি অংশ দেশের পুঁজিবাজারে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
প্রাথমিক পর্যায়ে উত্তর আমেরিকা, ইংল্যান্ড এবং সিঙ্গাপুর এর প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও এই কার্যক্রম পরিচালনা করা হবে। পিবিআইএল এখন উন্নত বিশ্বের ইনভেস্টমেন্ট ব্যাংকের ন্যায় ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মূল ভূমিকায় কাজ করার দিকে এগিয়ে যাচ্ছে।
এসব কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের জন্য পিবিআইএল মানব সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে কয়েকজন কর্মকর্তা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং তারা বাকি অফিসারদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।
আরকে//