তিন ঘণ্টার মাথায় এরশাদের সিদ্ধান্ত পরিবর্তন?
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩ ঘণ্টার মাথায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন জাপার প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোটের প্রার্থীকে সমর্থন দিবেন এবং তার পক্ষে কাজ করবেন।
কিন্তু এ দিন রাত ৮টায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, মহাজোটের বাইরে যারা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারা সবাই লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এতে বিভ্রান্তির অবকাশ নেই।
এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গলের সব প্রার্থী মহাজোটের হয়ে কাজ করবে বলে ঘোষণা দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বারিধারার প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলনের মাধ্যমেই তিনি এ ঘোষণা দেন। কিন্তু তিন ঘন্টার ব্যবধানে এরশাদ তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন।
এ বিষয়ে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এসি