‘শুধু নৃত্যশিল্প নয়, লেখক হিসেবেও বুলবুল চৌধুরী খুবই পরিচিত’
প্রকাশিত : ১১:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ‘আমাদের এই ভূখন্ডে রবীন্দ্রনাথের পরই নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর নৃত্যশিল্পে বৈশিষ্টমন্ডিত সৃষ্টি রয়েছে। নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও সমানভাবে পরিচিত।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। আগামি ১ জানুয়ারি প্রখ্যাত এই নৃত্যশিল্পীর শততম জন্মদিন।
বছরব্যপী নানান কর্মযজ্ঞের মাধ্যমে তাঁকে স্মরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নৃত্যশিল্পী আমানুল হক, একাডেমির পরিচালক ড. কাজী আসাদুজ্জামান, জসিম উদ্দীন ও সোহরাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া।
উদ্ধোধনী অনুষ্ঠান, নৃত্য গবেষকদের লেখা নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ, এপ্রিল মাসে আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্য উৎসব আয়োজন, নৃত্যনাট্য উৎসব, দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা, ‘বুলবুল চৌধুরী’র নৃত্যধারা’ বিষয়ক সেমিনার, গুনী শিল্পীদেরকে সম্মাননা প্রদান-সহ বছরব্যাপী নানা কর্মযজ্ঞের মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
উল্লেখ্য, প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী ১ জানুয়ারি ১৯১৯-এ জন্মগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে নৃত্যচর্চায় বিশেষ অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণেও তাঁর সমান খ্যাতি রয়েছে। তার নামানুসারে বুলবুল ললিতকলা একাডেমী নামে বাংলাদেশে স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে।
এসি