ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

অনুপম খের হলেন মনমোহন সিং

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৩৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

মনমোহন সিং। ভারতের ১৪তম প্রধানমন্ত্রী। শিখ ধর্মাবলম্বীদের মধ্যে তিনিই প্রথম এই আসনে বসেন। ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স জোটের পক্ষ থেকে মনমোহন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলে আবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জওহরলাল নেহরুর পর মনমোহনই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি পুরো পাঁচ বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হয়েছিলেন। তাকে নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।
২০১৭ সালে ঘোষণা হয়েছিল, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনহোমন সিংকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে। কথা মতো কাজও হয়। অনেকটা আড়ালেই শুটিং শেষ হয়েছে। শুধু তাই নয়, এবার মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার।
এতে ড. মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অনুপম খের। কিন্তু ট্রেলার দেখে ড. মনমোহন সিং ও অনুপম খেরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাননি দর্শক। তাদের মতে, সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অনুপম অনবদ্য, একেবারেই নিখুঁত। সাজসজ্জা, হাটাচলা এবং অভিনয়- সবকিছুতেই তিনি আপাদমস্তক ড. মনমোহন সিং।
প্রকাশিত ট্রেলারে দেখা গেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এবং তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীরও। এই তিনটি চরিত্র করেছেন থুড়ি সুজান বার্নাট, অর্জুন মাথুর ও অহনা কুমরা।
নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে- ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমাটির।
দেখুন সিনেমাটির ট্রেলার :



এসএ/