বাড়ি ফিরতে ঈদের আমেজ কমলাপুর স্টেশনে
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ভোটের এ প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই এসব জায়গায় ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে।
কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই দেখা গেছে, কাউন্টারগুলোর সামনে হাজারো মানুষের ভিড়। প্রতিটি ট্রেনই ছিলো কানায় কানায় ভর্তি। ট্রেনের ছাদেও ছিলো পর্যাপ্ত মানুষ। যেন ভোটের আগে বাড়ি ফিরতে ঈদের আনন্দ ফিরে এসেছে যাত্রীদের মধ্যে।
অন্যদিকে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন আগেই ট্রেনের নির্ধারিত আসনের টিকিট বিক্রি শেষ হয়েছে। এখন স্টান্ডবাই (দাঁড়ানো) টিকিট নিচ্ছেন যাত্রীরা। যাত্রা নিরাপদ করতেও নেওয়া হয়েছে ব্যবস্থা।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকেই অন্যদিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি। মনে হচ্ছে ঈদ উপলক্ষে যাত্রীরা বাড়ি ফিরছেন। যাত্রীদের যাত্রা নিরাপদ করতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। আশা করছি এসব মানুষের ফিরতি যাত্রাও নিরাপদ হবে।
বাড়ি ফিরতে স্টেশনে আসা হামিদুর রহমান সোহাগ বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। প্রতি ঈদের গ্রামে যাওয়া হলেও এবার নির্বাচন উপলক্ষে বাড়ি ফিরছি। মনে হচ্ছে, এটা ঈদের আনন্দে ঘরে ফেরা। সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় সত্যিই আনন্দের। তারচেয়ে বড় আনন্দের এবার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আশা করি, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবো।
আরকে//