ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাবর আজমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ে টস হেওে ব্যাট করতে নেমে ইমাদ ওয়াসিমের বোলিং তোপে পড়ে মাত্র ৪৮ রানে ৮ উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্রাবো ও টেইলর দ্বায়িত্বশীল ব্যাটিং-এ একশ রানের মাইল ফলক পার হয় তারা। ব্রাবো ৫৫ ও টেইলর ২১ রান করলে ১১৫ রানে অল আউট হয় ক্যারিবিয়রা। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১৪ রানে ৫ উইকেট নেন। জবাবে সারজিল খানের উইকেট হারিয়ে সহজ জয় পায় স্বাগতিক পাকিস্তান। সার্জিল ২২ রানে আউট হলেও বাবর আজম ৫৫ ও খালিদ লতিফ ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।