ফুটবল ক্লাব বার্সেলোনা পরিদর্শন করেন আর্নল্ড শোয়ার্জেনেগার
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
‘আর্নল্ড ক্লাসিক ইউরোপ’ নামে একটি শরীর গঠন ইভেন্টের প্রচারে ফুটবল ক্লাব বার্সেলোনা পরিদর্শন করেন টারমিনেটর খ্যাত বিশ্ব কাপানো অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। বার্সেলোনার পক্ষ থেকে বিখ্যাত এই হলিউড অভিনেতার হাতে তুলে দেওয়া হয় বার্সার জার্সি। এরপর বার্সেলোনার অনুশীলন পর্ব পরির্দশন করেন শোয়ার্জেনেগার। প্রায় সব খেলোয়াড়ের সঙ্গে দেখা হলেও সময়টা বেশি কাটিয়েছেন নেইমারের সঙ্গেই। নেইমারকে অটোগ্রাফ দেয়াসহ সেলফি তুলে নিজেদের ইনস্টাগ্রামের প্রকাশ করেন এই দুই তারকা। আর প্রিয় ফুটবলারদের সাথে দেখা হওয়ায় খুব উচ্ছ্বসিত ছিলেন শোয়ার্জেনেগার।