খাগড়াছড়ি থেকে গ্রেফতার ৫ জেএমবি সদস্যকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
খাগড়াছড়ির মাটিরাঙা থেকে গ্রেফতার ৫ জেএমবি সদস্যকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইনামুল হক ভূইঁয়া এ রায় দেন। আসামীদের ৭ বছরের কারাদণ্ড ছাড়াও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, কুমিল্লার দেবীদ্বারের আব্দুর রহিম, খাগড়াছড়ির মাটিরাঙার দেলোয়ার হোসেন, ইউনুস ও সামছু মিয়া। ২০০৯ সালের সেপ্টেম্বরে জঙ্গি প্রশিক্ষণের সময় মাটিরাঙার শান্তিপুর থেকে তাদের আটক করে র্যাব।