ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

শুরু হলো ১ম জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ ২০১৬

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামে শুরু হলো প্রথম জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ ২০১৬। শনিবার দুপুরে বাংলাদেশ বিলিয়ার্ড ফেডারেশন ও চট্টগ্রাম ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় এএন্ডজে গ্র“প প্রথম জাতীয় ¯œুকার টিম চ্যাম্পিয়নশিপ ২০১৬ এর উদ্বোধন করেন ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। এর আগে, চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে ১২টি চ্যাম্পিয়নশীপ ক্লাবের ৩৭ জন খেলোয়াড় অংশ নেবেন। আগামী ২৯ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।