‘পরকীয়া মানেই গুজগুজ নয়, সম্মানেরও’
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
টলিউডের গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ সিনেমাটি ভারতে ব্যাপক আলোচিত হয়। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেশকিছু পুরস্কারও পেয়েছেন জয়া আহসান।
‘বিসর্জন’-এর সিক্যুয়েল হিসেবে কৌশিক গাঙ্গুলী ‘বিজয়া’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি মুক্তি পাচ্ছে নতুন বছরের ৪ জানুয়ারি। সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। নির্মাতা কৌশিক গাঙ্গুলী নিজেও এতে অভিনয় করেছেন।
সম্প্রতি সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন কৌশিক গাঙ্গুলি। সিনেমাটি নিয়ে তিনি বলেন-, ‘বিসর্জন’-এর মধ্যে একটা হালকা ভালোবাসার গল্প ছিল। খুব মনোযোগ দিয়ে ভাবলে ‘বিসর্জন’-এর গল্পের মধ্যে সারবত্তা তেমন নেই। একটা অসুবিধের মধ্যে পড়া এবং সেখান থেকে বেরিয়ে চলে আসা। কিন্তু অনেক জটিল, অনেক গভীর একটা ভালোবাসার জায়গায় যায় ‘বিজয়া’। মাথায় রাখতে হবে এমন একটা সময় সিনেমাটা রিলিজ করছে যখন ভারতে পরকীয়া আর অবৈধ নয়। যেখানে ত্রিভুজ ব্যাপারটা প্রায় সরলরেখার মতো। সেখানে দাঁড়িয়ে আমারও একটা বার্তা দেওয়ার আছে। ‘পরকীয়া মানেই একটা বিচ্ছিরি গুজগুজ ফুসফুস নয়। খুব সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার জিনিস হতে পারে পরকীয়া।’
তিনি আরও বলেন, ‘অক্সিজেনের মতো এসেনশিয়াল হতে পারে পরকীয়া সম্পর্ক, যদি তাতে ভদ্রতা, শিক্ষা, রুচি থাকে। এ সব কিছু উত্তীর্ণ করেও সিনেমার চরিত্র- গণেশ, পদ্মা এবং নাসিরের যে ভালোবাসার জায়গা তা যে কি বিচিত্র সমস্ত শেপ নিতে থাকে ‘বিজয়া’তে সেটাই দেখবার বিষয়।’
সূত্র : আনন্দবাজার
এসএ/