ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

ভারতের পাঁচশত তম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৫ রানে লিড পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান। কানপুর টেস্টে স্বাগাতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে দুর্দান্ত। দলীয় ৫২ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৮ রান করে আউ্ধসঢ়;ট হন ওপেনার লুকেশ রাহুল। মুরালি ভিজে ৬৪ ও পুজারা ৫০ রানে অপরাজিত আছেন। এরআগে, প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবে শুরুটা ভালোই করে ছিলো নিউজিল্যান্ড। ১ উইকেটে ১৫২ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা কিউইরা অশ্বিন ও জাদেজার ঘুর্নি জাদুতে ২৬২ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে জাদেজা ৫টি  অশ্বিন নিয়েছেন ৪ উইকেট।