ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:০১ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

জাতীয় পার্টির (জাপা) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাপা।
১৯৮২ সালে ২৪ মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। পরের বছর রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদ। তার অনুসারীরা প্রথমে গঠন করেন জনদল। পরে রাষ্ট্রপতি আহসান চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় ফ্রন্ট। পাঁচ দলের ফ্রন্টটি বিলুপ্ত করে এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি।

আজ বিকেলে বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি। তবে ওই আলোচনা সভায় উপস্থিত থাকবেন না দলের চেয়ারম্যান এরশাদ।
এসএ/