ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

স্বাস্থ্যখাতে সরকারের নানা চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০০ এএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

 রেকর্ড ভোটে বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভা গঠনের অনানুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। আগামী ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন।

নতুন বছরে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্বাস্থ্যখাত। ২০১৮ সালের বাংলাদেশের স্বাস্থ্যখাতে অনেক অভূতপূর্ব অর্জন রয়েছে। দেশে শিশুমৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যু হারও কমেছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০১৯ সালে স্বাস্থ্যসেবাকে দরিদ্র মানুষের নাগালের মধ্যে আনা হবে একটা বড় চ্যালেঞ্জ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনি ইশতেহারেও এ বিষয়টি ফুটে উঠেছে। এছাড়াও ইশতেহারে সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রামাঞ্চলের চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসকের সংখ্যা ও সেবার মান বৃদ্ধি, মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট ক্যান্সার ও কিডনি চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে সরকারের জন্য বড় ধরনের এটা চ্যালেঞ্জ।

সার্কভুক্ত দেশসমূহের মধ্যে স্বাস্থ্যের সবগুলো সূচকে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বাস্থ্যখাতে বেশ কিছু আশঙ্কা এবং উদ্বেগের কারণ রয়েছে। যেমন এখনো বাংলাদেশ বিশেষায়িত স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আধুনিক এবং উন্নত চিকিৎসাসেবা দিতে অক্ষম রাষ্ট্র হিসেবেই পরিচিত। যার ফলে ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসার জন্য বিপুল সংখ্যক মানুষ বিদেশের উপর নির্ভরশীল।

এছাড়াও সবার জন্য টিকা দান, নাগরিকদের প্রাথমিক সুচিকিৎসা, সন্তান প্রসবসহ নানা রকম প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, বিশেষায়িত স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে তেমনটা অর্জনই করাই হবে ২০১৯ সালের বড় একটি চ্যালেঞ্জ। পাশাপাশি বাংলাদেশের সরকারী হাসপাতালগুলোতে বিশেষায়িত স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। যেন সাধারণ মানুষ ন্যূনতম মূল্যে সরকারি হাসপাতালে বিশেষায়িত সেবা পায়।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ যে `দিনবদলে`র নির্বাচনি ইশতেহার দিয়েছিল, মনে করা হয় সে সময় ভোটার টানতে ব্যাপক ভূমিকা রেখেছিল সেই ইশতেহার। এবারও দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, পুষ্টি সেবা নিশ্চিত করাসহ সরকারের নানা উন্নয়ন ধরে রাখার বিশদ পরিকল্পনায় একটি ইশতেহার দেয় আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট। যার ফলশ্রুতিতে অতিতের সব রেকর্ড ভঙ্গ করে আবারও নতুন সরকার গঠনের সুযোগ পায় আওয়ামী লীগ।

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে গ্রামভিত্তিক উন্নয়ন তথা গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ স্বাস্থ্য খাতেও সুনির্দিষ্ট পরিকল্পনা করে আওয়ামী লীগ। ইশতেহারে ২১টি অঙ্গীকার করেছে।

এসএইচ/