ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রামে শুরু হয়েছে উন্নত জাতের মাল্টা চাষ

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় শুরু হয়েছে উন্নত জাতের মাল্টা চাষ। উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, মাল্টা চাষ করে বছরে তার ২০ লাখের বেশি টাকা আয় হচ্ছে। সরকার উদ্যোগ নিলে, মাল্টা চাষ বদলে দিতে এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা। বন বিভাগের চাকরির সুবাদে ফলদ গাছের সাথে আগে থেকেই পরিচিত ছিলেন মোহাম্মদ ইউনুছ। ২০১৩ সালে নিজ এলাকা ফটিকছড়ির দাঁতমারায় নিজের বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন মিষ্টি মাল্টার চাষ। কয়েক বছরের ব্যবধানে মাল্টা চাষে সাফল্য পান মোহাম্মদ ইউনুছ। একশ’ মাল্টা গাছের বাগান করেছেন তিনি। মুলত: ফরমালিন মুক্ত ফল উৎপাদনের ইচ্ছা থেকে মাল্টা চাষ শুরু করেন বলে জানান তিনি। প্রতিটি গাছে ফলন হচ্ছে ৬ শতাধিক মাল্টা। এ’ বছর ২০ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। মাল্টা চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারে বলে মনে করেন এই উদ্যেক্তা। পাশাপাশি বন্ধ হবে বিদেশ থেকে মাল্টা আমদানীও। তবে, এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন মাল্টা চাষের এই উদ্যোক্তা।