বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব: আইনমন্ত্রী
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
কানাডার আইন বাধা হলেও বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ জন্য কানাডা সরকারের সঙ্গে আলোচনাও চলছে বলে জানান তিনি। যুগ্ম-জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেসার কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, কানাডার আইন নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে বড় বাধা হলেও তাকে ফিরিয়ে আনা সম্ভব। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরলে এব্যাপারে বিস্তারিত জানা যাবে বলেও জানান আনিসুল হক।