বাংলাদেশে আইএস এর কোনোই অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
আইএস নামে ভিডিও প্রচার ষড়যন্ত্র ও অপপ্রচার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারো বলেন, বাংলাদেশে আইএস এর কোনোই অস্তিত্ব নেই। উত্তরায় আঞ্চলিক পাসপোর্টের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি আরো বলেন, আর্ন্তজাতিক জঙ্গি সংগঠন আইএস এর কোনো সাংগাঠনিক কাঠামো খুঁজে পাননি তারা। যেকোনো ধরনের অপরাধীরা যেন পাসপোর্ট তৈরী করে পালিয়ে যেতে না পারে সেব্যাপারে সতর্ক আছেন সরকার। শীগগিরই সরকার ই-পাসপোর্ট চালু করবে বলেও জানান তিনি।