ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় নির্বাচন শেষে ক্রিকেট পাড়া আবার সরব হওয়ার পথে। আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ পর্ব।

ইতিমধ্যে টুর্নামেন্টটি আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ। এবারের আসরেও শিরোপার জন্য লড়বে ৭টি দল।

সূচি অনুসারে ম্যাচগুলো রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন হবে। গেল বছর বিপিএলের ৫ম আসর শুরু হয়েছিল সিলেট থেকে।

আগামী শনিবার পর্দা ওঠার দিন থেকেই প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঢাকা ডায়নামাইটস লড়বে রাজশাহী কিংসের সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয় এই আসরের তারিখ-ভেন্যু-দিনের খেলা-রাতের খেলা:

জানুয়ারি ০৫, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ০৬, ২০১৯-ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম সিলেট সিক্সার্স-খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ০৮, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ০৯, ২০১৯-ঢাকা-সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস-খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ১১, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ১২, ২০১৯-ঢাকা-চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস-ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স

জানুয়ারি ১৩, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস-চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ১৫, ২০১৯-সিলেট-খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ১৬, ২০১৯-সিলেট-ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ১৮, ২০১৯-সিলেট-সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইটানস

জানুয়ারি ১৯, ২০১৯-সিলেট-সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস

জানুয়ারি ২১, ২০১৯-ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস-ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস

জানুয়ারি ২২, ২০১৯-ঢাকা-খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ২৩, ২০১৯-ঢাকা-চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস-খুলনা টাইটানস বনাম সিলেট সিক্সার্স

জানুয়ারি ২৫, ২০১৯-চট্টগ্রাম-সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস-চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ২৬, ২০১৯-চট্টগ্রাম-সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস-চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ২৮, ২০১৯-চট্টগ্রাম-খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ২৯, ২০১৯-চট্টগ্রাম-চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ৩০, ২০১৯-চট্টগ্রাম-চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

ফেব্রুয়ারি ০১, ২০১৯-ঢাকা-ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স

ফেব্রুয়ারি ০২, ২০১৯-ঢাকা-রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস

ফেব্রুয়ারি ০৪, ২০১৯-ঢাকা-এলিমেনেটর (৩য় বনাম ৪র্থ) -প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয়)

ফেব্রুয়ারি ৬, ২০১৯-ঢাকা-দ্বিতীয় কোয়ালিফায়ার (পরাজিত দল ৪৪ বনাম জয়ী দল ৪৩)

ফেব্রুয়ারি ৮, ২০১৯-ঢাকা-ফাইনাল

ফেব্রুয়ারি ৯, ২০১৮-ঢাকা-ফাইনালের রিজার্ভ ডে

একে//