ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

রাজবাড়ীতে অপরিকলিপত সেতু নির্মাণ,  বেড়েছে ভোগান্তি (ভিডিও)

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজবাড়ীতে অপরিকলিপত সেতু নির্মাণ করায় উপকারের চেয়ে ভোগান্তি বাড়িয়েছে। সেতু থাকলেও রাস্তা নেই। আবার কোনো সেতুর একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে শুধুই পানি। সেতুতে উঠতে লাগে বাশের সাঁকো। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা।

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের এই সেতুটি নির্মাণ হয় ২০১৬ সালে, খরচ হয় ২০ লাখ টাকা। সেতু তৈরি হলেও এর দুপাশেই নেই রাস্তা। ফলে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে।

অন্যদিকে সাঙ্গুড়া ও কোলারহাট গ্রামের মানুষের চলাচলের জন্য তৈরি হয় এই সেতুটি। নির্মাণের এক মাসের মাথায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে সেতুটি। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ছোট করে নির্মাণ করায় পানির চাপে এর দুপাশের রাস্তা ভেঙ্গে যায়। ফলে সেতুটি এখন কোনো কাজেই আসছে না। 

এরকমই আরো একটি সেতু ব্রাহ্মণদিয়া গ্রামে। এর এক পাশে রাস্তা থাকলে অন্য পাশে নেই।

এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি পরস্পরবিরোধী বক্তব্য দেন।

দ্রুত সমস্যা সমাধানের দাবী ভুক্তভোগীদের।