উচ্চগতির ইন্টারনেট ব্যবহারে অর্থনৈতিক উন্নয়ন (ভিডিও)
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
উচ্চ-গতির ইন্টারনেট সুবিধা দেশের প্রায় ৯ কোটি মানুষের ঘরে পৌছে গেছে। এছাড়া গত ১০ বছরে ১ এমবিপিএস গতির ইন্টারনেটের দাম কমে চারশত টাকার ঘরে নেমে এসছে। ফলে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে বলে আশা অর্থনীতিবিদদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব।
দেশে ২০০৯ এর দিকে ১এমবিপিএস গতির ইন্টারনেটের দাম ছিলো ৭৮ হাজার টাকা। পর্যায়েক্রমে দাম কমে বর্তমানে চারশত টাকার ঘরে এসে পৌছেছে। ফলে উচ্চগতির ইন্টারনেট এখন প্রায় সবার হাতের নাগালে চলে এসেছে।
গতির সাথে পাল্লা দিয়ে দাম কমায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটিতে।
ইন্টারনেট খরচ আরো কমানো গেলে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পলিসি রিসার্চ ইন্সিটিটিউটের নির্বাহী পরিচালক।
ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ায় গ্রামীণ জনগোষ্টির চেহারা পাল্টে যাচ্ছে বলেও মত বিশ্লেষকদের।