ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

বরগুনার সোনাকাটা ইকোপার্কে বন্য প্রাণীগুলোর খাবার সরবরাহ বন্ধ

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪১ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

নতুন অর্থবছরের বরাদ্দ না আসায় সরকারিভাবে আড়াই মাস ধরে বন্ধ বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইকোপার্কে বন্য প্রাণীগুলোর খাবার সরবরাহ। তবে, স্থানীয়দের সহায়তায় প্রতিদিন সামান্য খাবার দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে প্রাণীগুলোকে। অন্যদিকে, ইকো পার্কের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কমছে দর্শনার্থীর সংখ্যাও। খাবারের অভাবে বিপন্ন হতে চলেছে সোনাকাটা ইকোপার্কের প্রাণীগুলোর জীবন। স্থানীয়দের সহযোগিতায় পার্কের কর্মচারিরা অল্প করে খাবার দিয়ে প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তবে, খাবার স্বল্পতায় দুর্বল হয়ে পড়ছে প্রাণীগুলো। ‘ইকো-ট্যুরিজমের সুযোগ বৃদ্ধি’ প্রকল্পের আওতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১০-১১ অর্থবছরে সোনাকাটা ইকোপার্ক প্রতিষ্ঠা করে। পার্কে ১৪টি হরিণ, তিনটি মেছো বাঘ, দুটি কুমির, শতাধিক বানর, দুটি শজারু, ২৫টি শুকর ও ২৫টি অজগরসহ বিভিন্ন প্রাণী রয়েছে। স্থানীয় বন কর্মকর্তারা জানান, প্রাণীগুলোর খাবারে দৈনিক খরচ হয় প্রায় ২ হাজার ৫০০ টাকা। সরকার নির্ধারিত ঠিকাদার তা সরবরাহ করে থাকেন। কিন্তু, পুরনো অর্থবছর শেষ হওয়ার পর এখন পর্যন্ত নতুন বরাদ্দ আসেনি। তাই এমন ভোগান্তি। একইসাথে রক্ষণাবেক্ষনের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা ও পার্কটির অবকাঠামো। বিষয়টি বন বিভাগের নজরে এসেছে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। দ্রুত প্রাণীগুলোর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।