ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

যা বলেছি অক্ষরে অক্ষরে পালন করবো: শেখ তন্ময়

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শেখ তন্ময়

শেখ তন্ময়

সংসদ সদস্য মানে বড় একটা দায়িত্ব বলে মনে করেন বাগেরহাট ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তিনি বলেন, আমার ওপর অনেক বড় দায়িত্ব চলে এসেছে। সেটি আমি অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করবো।        

আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সকাল ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।  

সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে আসার অনুভূতি প্রসঙ্গে তন্ময় বলেন, আজকে যে শপথটা নিলাম। এই শপথে আমি যা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি।  

শেখ সারহান নাসের তন্ময় দেশবাসীর কাছে দোওয়া চেয়ে বলেন, নির্বাচনের সময় এক রকম বিষয় ছিল। এখন নির্বাচিত হওয়া ও শপথ নেওয়ার পর দায়িত্বটা অন্য রকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।  

প্রসঙ্গত, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের দৌহিত্র। তার বাবা শেখ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই।

আআ/এসি