মাদারীপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের অভিযোগ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪০ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
মাদারীপুরের শিবচরে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই কামরুলের বিরুদ্ধে। পুলিশ জানায়, ঈদের আগে কামরুলে বাড়িতে কেবল মেরামতের কাজ করতে গিয়েছিল ওই কিশোর। তখন কামরুলের দুটি মোবাইল সেট হারিয়ে যায়। এর জেরে শনিবারে কাজ করার কথা বলে কিশোরকে বাড়িতে ডেকে নেয়া হয়। মোবাইল চুরির অপবাদে ঘরে শিকল বেধে আটকে রেখে ২দিন ধরে শারীরিক নির্যাতন চালায় তার উপর। খবর পেয়ে রোববার সন্ধ্যায় শিকলে বাধা অবস্থায় কিশোরকে উদ্ধার করে পুলিশ। রাতেই কামরুলকে গ্রেফতার করে পুলিশ।