ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পয়েন্ট হারাল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ এএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

লা লিগায় একের পর এক হোঁচট খেয়ে চলছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকের দল ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।

১৭ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭।

ম্যাচের চতুর্থ মিনিটেই সান্তি কাসোরলার নৈপুণ্যে পিছিয়ে পড়ে রিয়াল। করিম বেনজেমার গোলে সমতায় ফিরে সান্তিয়াগো সোলারির দল রিয়াল। 

পরে রাফায়েল ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু কিন্তু শেষদিকে আবারও গোল হজম করে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

ম্যাচের প্রথমার্ধে চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কাসোরলা।

এর কিছুক্ষণ পরেই লুকাস ভাসকেসের দারুণ এক ক্রস ফাঁকায় পেয়ে হেডে বল জালে জড়ান বেনজেমা।

 পরে ২০তম মিনিটে টনি ক্রসের ফ্রি-কিকে কোনাকুনি হেডে বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার ভারানে।

কিন্তু রিয়ালের স্বপ্ন ভঙ্গ হয় ৮২তম মিনিটে। বাঁ দিক থেকে আসা ক্রসে হেডে গোল করে দলকে সমতায় ফেরান কাসোরলা। পরে আর কোনো দল গোলের দেখা পায়নি। তাই ২-২ গোলে নিয়েই সন্তুষ্ট থাকেত উভয় দলকে। 

এমএইচ/