ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক

প্রকাশিত : ১২:২১ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। প্রায় ৩ ঘন্টা ধরে এ বৈঠক চলে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য দুজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে বিএনপির এ প্রতিনিধিদলটি বৈঠকে কথা বলবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ধানের শীষের প্রার্থীরা ও ঐক্যফ্রন্ট।

একই সঙ্গে তাদের কেউই শপথ নেননি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। সুতারাং শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।’ 

এসএ/