আজ প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
আজ প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিবিসিখ্যাত এই সাংবাদিক ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘ সাংবাদিকতার জীবনে বিবিসির মাধ্যমে খ্যাতি অর্জন করলেও পাকিস্তানের দৈনিক মুসলিম, কুয়েতের দৈনিক আরব টাইমস, লন্ডনের সাউথ ম্যাগাজিনে লিখেছেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে তিনি নিয়মিত নিবন্ধ এবং কলাম লিখেছেন। কিশোরগঞ্জের কৃতিসন্তান আতাউস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভের আগে থেকেই লেখালেখি শুরু করেন। সাংবাদিকতার ক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯২ সালে একুশে পদকে পান।