ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আইসিএবির ২ পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সেরা বার্ষিক প্রতিবেদন ২০১৭ এর জন্য আইসিএবির দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএবি) এর ‘বেস্ট পাবলিশড অ্যানুয়াল রিপোর্টস ২০১৭’ এ বেসরকারি ব্যাংক ও ইন্ট্রিগ্রেটেড রিপোর্টিং উভয় ক্যাটেগরিতে ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

২৪ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৮তম আইসিএবি জাতীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফের হাতে পুরস্কার দু’টি তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের অপারেসন্স বিভাগের প্রধান জনাব মুনিরুজ্জামান মোল্লা এবং ভারপ্রাপ্ত সিএফও জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিঞা, এফসিএ।

বিজয়ী হিসাবে, ব্র্যাক ব্যাংকের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন ‘সাফা বিপিএ অ্যাওয়ার্ড ২০১৭’ (সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস্ বেস্ট পাবলিশড অ্যানুয়াল রিপোর্টস) প্রতিযোগিতার জন্যও মনোনীত হয়েছে।  

এই অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন,“গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং ব্যাংকিং খাতে নতুন মাইলফলক অর্জন করেছে। আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে সাত হাজার জন কর্মীর সম্মিলিত ও নিবেদিতপ্রাণ প্রচেষ্টা!”

তিনি আরও বলেন,“সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংক এর বিজনেস মডেলের মূলমন্ত্র। আইসিএবি এর এই স্বীকৃতিটি দেশের সেরা ব্যাংক হওয়ার পথচলায় আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং স্টেক হোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’’