সিরিয়ার সহিংসতার জন্য রাশিয়ার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
সিরিয়ার সহিংসতার জন্য রাশিয়ার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, আলেপ্পোয় গত কয়েকদিন ধরে বর্বর বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। আর এ নিয়ে রাশিয়া ক্রমাগত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলে যুক্তরাজ্য। রাশিয়ার কর্মকাণ্ড যুদ্ধপরাধের শামিল বলে অভিযোগ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। সিরিয়ায় যুদ্ধ বিরতি ভেস্তে যাওয়ার পর আলেপ্পোতে নতুন করে বিমান হামলা চালায় রুশ-সিরিয় বাহিনী। শিশুসহ নিহত হয় দুই শরও বেশি মানুষ। পানি সংকটে শহরবাসী। একের বিমান হামলায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে আলেপ্পো। এ অবস্থায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ আনেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সুর মেলান ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিও রায়ক্রফ্ট। তার অভিযোগ, পাঁচ বছরের যুদ্ধে ধ্বংসের মুখে পড়া আলেপ্পোকে সিরিয়া ও রাশিয়া আরো বিধ্বস্ত করে দিয়েছে। রাশিয়া যুদ্ধপরাধ করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ছেড়ে কথা বলেননি রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। যুদ্ধবিরতি বন্ধের জন্যে বিদ্রোহী সশস্ত্র গ্রুপকে দায়ী করে তিনি বলেন, শতশত সশস্ত্র দল সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব কাজ। সবশেষে সব সংঘাত ভুলে সিরিয়ায় শান্তি ফেরাতে সংশ্লিষ্ট দেশ ও গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান-কি মুন।