ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে সীমান্ত ব্যাংক লিমিটেড

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

বিজিবি সদস্যদের কল্যাণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে নবগঠিত সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের মতে, এই ব্যাংকের কার্যক্রম পুরোদমে শুরু হলে সীমান্ত এলাকায় চোরাকারবারি ও অপরাধ কমে আসবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ মনে করেন, ট্রাস্ট ব্যাংকের আদলে গড়া গেলে এই ব্যাংকের মাধ্যমে বিজিবি সদস্য ও সাধারণ মানুষের আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে। জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন পরিশ্রম করে দেশের সীমান্ত পাহারা দেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা। অনেক সময় দেশের অভ্যন্তরে আইন শৃংখলা রক্ষায়ও বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের। কিন্তু, এই বাহিনীর অনেক সদস্য অবসরের পর আর্থিক সংকটে ভোগেন। এমনকি চাকরিকালীন সময়েও নানা দুর্ঘটনার কারনে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকে। বিষয়গুলো মাথায় রেখে গত পহেলা সেপ্টেম্বর সীমান্ত ব্যাংক নামে নতুন এই ব্যাংক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর সদস্যদের কল্যাণের পাশাপাশি এই ব্যাংক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। সঠিক তত্ত্বাবধানে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে চালানো গেলে সীমান্ত ব্যাংকও একটি ভাল ব্যাংক হয়ে উঠতে পারে বলে মনে করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। কয়েকদিনের মধ্যে ব্যাংকের কয়েকটি শাখা চালু হবে বলেও জানান বিজিবি প্রধান।