ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি খোকন ডাকাত নিহত হয়েছে।  ঘটনাস্থল থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর রুহিতার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে মহেশপুর বাজার থেকে খোকনকে গ্রেপ্তার করেগোয়েন্দা পুলিশ। পরে তাকে নিয়ে রুহিতার পাড়ে অস্ত্র উদ্ধারে গেলে খোকনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে গুরুতর আহত হয় খোকন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত্যু হয় খোকনের।