টেনিস তারকা সেরেনার জন্মদিন আজ
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
সেরেনা উইলিয়ামস। বর্তমান বিশ্বের টেনিস রেঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন তিনি। পুরুষ ও নারী টেনিস খেলোয়াড়দের হয়ে একক, ডাবল ও ডাবল মিক্সে সব চেয়ে বেশি শিরোপা জয়ের সফলতা পেয়েছেন এই টেনিস তারকা। পুরো নাম সেরেনা জামেকা উইলিয়ামস। তবে, সবার কাছে সেরেনা উইলিয়ামস নামেই পরিচিত। তিন বছর বয়স থেকেই টেনিস খেলা শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হায়নি তাকে। পরিবারের সহযোগীতায় নিজেকে নিয়ে যান অন্যন্য এক উচ্চতায়। আর ১৯৯৫ সালে টেনিস ক্যারিয়ারের প্রথম পেশাদার খেলা শুরু করেন সেরেনা। ২০০২ সালের ৮ জুলাই সবাইকে পিছনে ফেলে ক্যারিয়ার সেরা বিশ্ব রেঙ্কিংয়ের এক নম্বরে জায়গা করে নেন এই টেনিস ্ধসঢ়;আইকন সেরেনা উইলিয়ামস। টেনিসে অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন ইউম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন একক ও ডাবল ও ডাবল মিক্সেও। টেনিসের একক ভাবে ২২টি গ্রান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা। দুটি মিক্স ডাবল ও ডাবলসে তাঁর বোন ভেনাসের সঙ্গে পেয়েছেন ১৪টি। এছাড়া, টেনিস ক্যারিয়ারে অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন চারবার। সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড়দের তালিকার শীর্ষে নিজের জাগয়া করে নেন সেরেনা উইলিয়ামস। ২০০২ সালের জুলাইয়ের ৮ থেকে প্রায় ২০১৬ সালের ১২ সেপ্টেম্বরের আগ পর্যন্ত রেঙ্কিংয়ের ১ নম্বরে ছিলেন তিনি।