ফিল্ম নিয়ে বিতর্কের জবাব দিলেন অনুপম
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০১:১৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
চলচ্চিত্র আর রাজনীতিকে আলাদা করা যায় না বলে দাবি করলেন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করা অনুপম খের। ১১ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
কংগ্রসের অভিযোগ, লোকসভা ভোটের আগে ছবিটিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি।
সেই প্রসঙ্গে অনুপম বলেন, ‘এক জন চলচ্চিত্রপ্রেমী হিসেবেই দর্শক সিনেমা হলে যান। ভোটার হিসেবে নয়। তবে এটা ঠিক যে, পরে সেই ছবি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতে পারে।’
এর পরেই অভিনেতা বলেন, ‘ছবি এবং রাজনীতিকে আলাদা করা অসম্ভব। কারণ চলচ্চিত্র রাজনীতির প্রতিচ্ছবি।’
অনুপমের আরও দাবি, এক জন চলচ্চিত্র নির্মাতা বা শিল্পীর পক্ষে সত্যিই জানা সম্ভব নয়, কেন মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেয়। কোনও ভোটার একটি দলের প্রতি বিশ্বস্ত। আবার কেউ কেউ ঠিক-ভুল বিচার করে দল এবং সরকার বেছে নেন।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/