৯৮ রানে গুটিয়ে গেছে মাশরাফি বাহিনী
প্রকাশিত : ০১:২৭ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৩:০৪ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
শুরু হয়ে গেছে বিপিএল-এর ষষ্ঠ পর্ব। উদ্বোধনী ম্যাচে শনিবার দুপুরে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর ও মুশফিকের চিটাগং ভাইকিংস।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে টসে হেরে ব্যাটিং নামে রংপুর রাইডার্স। শুরুতেই বোলিং তোপে পড়ে উত্তরবঙ্গের দলটি। মাত্র এক রান তুলেই আউট হন মেহেদী মারুফ। এরপর একে একে সাজঘরে ফিরেন বাকিরা। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় মাশরাফি বাহিনী। তবে সবচেয়ে বড় কথা, বোপারার সঙ্গে তার ৪৯ রানের জুটিতে লজ্জার হাত থেকে বাঁচে রংপুর।
একের পর এক ব্যাটসম্যান যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও থেকে যান বোপারা। একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান তিনি।
এ পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি। আর ক’দিন আগেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু নির্বাচনের ব্যস্ততা শেষ না হতেই মাঠের লড়াইয়ে ফিরতে হচ্ছে তাকে। মাশরাফিই পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি একসঙ্গে চলমান সাংসদ এবং ক্রিকেটার।
রংপুর রাইডার্স
অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।
চিটাগাং ভাইকিংস
মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।
একে//