ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:১২ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাউদাম্পটন। ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ওয়েস্ট হামের মাঠ লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। ৪০ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড চার্লি অস্টিন গোল করলে এগিয়ে যায় সাউদাম্পটন। প্রথমার্ধে ১-০ তে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাতœক হয়ে উঠে সাউদাম্পটন। ৬২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার দুসান টাডিক। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে আরো একটি গোল করেন জেমস ওয়ার্ড। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সাউদাম্পটন। ৬ ম্যাচে ২ জয়ে সাউদাম্পটনের পয়েন্ট ৮।