ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রাজশাহী কিংসকে ১৯০ রানের টার্গেট দিলো সাকিবরা

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংসকে ১৯০ রানের টার্গেট দিলো। বিপিএলে ঢাকা ডায়নামাইটস নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে রাজশাহীর বিপক্ষে। রাজশাহী কিংসের বোলারদের হতাশায় ডুবিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছে সাকিব আল হাসানের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তই ছিল ঢাকা ডায়নামাইটসের। দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই আর সুনিল নারিন ১০.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন ১১৬ রান। ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৮ রান করা নারিনকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন মোহাম্মদ হাফিজ।

পরের ওভারে ভয়ংকর হযরতউল্লাহ জাজাইকে সৌম্য সরকারের ক্যাচ বানান রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এরপর ঢাকা ডায়নামাইটসের মিডল অর্ডার ধ্বসে পড়ে। অধিনায়ক সাকিব আল হাসান (২), কাইরন পোলার্ড (৩), নুরুল হাসান সোহান (১)-কেউই দাঁড়াতে পারেননি। ফলে ১৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।

বিপদ আরও বাড়তে পারতো সাকিবের দলের। আন্দ্রে রাসেল ১০ রানে থাকার সময় মোস্তাফিজুর রহমানের বলে আকাশে ভাসা সহজ তালুবন্দী করতে পারেননি মুমিনুল হক। ক্যারিবীয় ওপেনার অবশ্য ততটা ভয়ংকর হতে পারেননি। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।

রাজশাহী কিংসের পক্ষে ৩ ওভারে ২৩ রান খরচায় ২টি উইকেট নেন আরাফাত সানি। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, কায়েস আহমেদ আর মোহাম্মদ হাফিজ।

এসএইচ/