আফগান মরুর ঝড় ঢাকায়
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৮:১৯ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
হযরতউল্লাহ জাজাই কয়েকদিন আগে আফগান লিগে এক ওভারে হাঁকান ছয় ছক্কা। ওই ম্যাচেই তাকে চিনে যায় ক্রিকেট দুনিয়া। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি টি-২০ ক্রিকেটের ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন। তার ওপেনিং সঙ্গী গেইলকে ওই ম্যাচে বানিয়ে রাখেন দর্শক। এই বাঁ-হাতি হার্ডহিটার ব্যাটসম্যান সেই মরুর ঝড়টা নতুন করে দেখালেন বিপিএলের ষষ্ঠ আসরে ঢাকায় খেলতে এসে ।
মিরপুরে ক্রিকেট ভক্তরা বিপিএলের প্রথম দিনেই যা আনন্দ পেলেন তা জাজাইয়ের ব্যাটেই। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সুনীল নারিনের সঙ্গে। জাজাই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে একপ্রান্তে দর্শক বানিয়ে মাতাতে থাকেন চার-ছক্কা মাঠ। পূর্ণ করেন ফিফটি মাত্র ২২ বলে ।
তিনি ছক্কা মারেন পাঁচটি দারুণ এই ফিফটি করার পথে। আর তিনটি চারের শট মারেন। ক্রিকেট আর কিছুই না গায়ের জোরে বল মেরে মাঠের বাইরে পাঠানো মনে হতে পারে দীর্ঘদেহী এই ব্যাটসম্যানের শট খেলা দেখে । ঢাকা ডায়নামাইটস তার ব্যাটিং তাণ্ডবে ৬৮ রান তুলে ফেলে শুরুর ৬ ওভারের মধ্যে ।
জাজাই এরপর অবশ্য মোহাম্মদ হাফিজের করা সপ্তম ওভারের মাথায় তোলেন ক্যাচ। উইকেটরক্ষক জাকির হোসেন সেই ক্যাচ মিস করেন। রাজশাহী কিংসকে সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে। জাজাই শেষ পর্যন্ত সাজঘরে ফেরেন ৪১ বলে চারটি চার এবং সাতটি ছক্কায় ৭৮ রান করে। তার আগে জাজাইয়ের সঙ্গী নারিন আউট হন ২৮ বলে ৩৮ রান করে। শুরুর ১০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে ঢাকা ডায়নামাইটস। ঢাকা ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে জাজাই আউট হওয়ার সময় ।
এসইউ/এসএইচ/