টাম্পাকো ফয়েলস কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০৭ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিহত-আহত শ্রমিকদের কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিশ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কজন। উদ্ধার করা মৃতদেহের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।