ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজা সম্পন্ন

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুক্তিযুদ্ধের বীরসেনানী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ রোববার (৬ জানুয়ারি) দুপুর ১টার ২০ মিনিটে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে সৈয়দ আশরাফের নামাজে জানাজা শেষ হয়। এর পর সর্বস্তরের জনগণ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শোলাকিয়া ঈদগাহ ময়দানে আশরাফের নির্বাচনী এলাকাসহ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়।

আরও পড়ুন : সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের সর্বস্তরের নেতা-কর্মী ও জনতার অংশগ্রহণে এই মহান নেতার মরা দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অশ্রুসিক্ত নয়নে তারা প্রিয় নেতাকে শেষ বিদায় জানালেন।
আরও পড়ুন : অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে শ্রদ্ধা
আজ রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় রাষ্ট্রপতি ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা।
আরও পড়ুন : সৈয়দ আশরাফের মরদেহে রাষ্ট্রপতির শ্রদ্ধা
জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযুদ্ধের বীরসেনানী সৈয়দ আশরাফকে। এর পরপরই তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তারপর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলের শীর্ষ নেতারা,  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।
আরও পড়ুন : সৈয়দ আশরাফের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সর্বস্তরের জনতার জন্য শ্রদ্ধা নিবেদন উন্মুক্ত করে দেওয়ার আগে মরহুম আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এসএ/