ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪,   আষাঢ় ১৮ ১৪৩১

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০৪ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ট্রাম্প এ প্রতিশ্র“তি দেন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ট্রাম্পের প্রচারণা শিবির এ তথ্য জানায়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিশেষ সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে জানায় তারা। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন অপর প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে হিলারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের বিষয়ে তার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেন।