ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সোসিয়েদাদের কাছে রিয়ালের হার

প্রকাশিত : ০৯:১৪ এএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

বছরের প্রথম এওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলেও ঘরের মাঠে বছরের প্রথম হারের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার নিচের দিকের দল রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে চলতি মৌসুমে ষষ্ঠ হারের স্বাদ পেল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।  

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটিতে ২-০ গোলে হেরেছে সান্তিয়াগো সোলারির দল। ম্যাচের শেষ ৩০ মিনিট তারা খেলে ১০ জন নিয়ে।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। সোসিয়েদাদকে এগিয়ে দেন উইলিয়ান হোসে।

এর পর বেশ কয়েকবার অতিথিদের রক্ষণে ভীতি ছড়ান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। কিন্তু পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেননি তিনি। ম্যাচের ২২তম মিনিটে লুকা মদ্রিচের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। আর ম্যাচের ৪৪তম মিনিটে লুকাস ভাসকেসের ডান দিক থেকে নেওয়া উঁচু ক্রস গোলরক্ষকের হাতে লেগে পোস্টে বাধা পায়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদের মরার উপর খারার ঘা হয়ে আসে লুকাস ভাস্কুয়েজের লাল কার্ড। ম্যাচের ৬১তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ।

ম্যাচ শেষের সাত মিনিট আগে বদলি হিসেবে নেমে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন রুবেন পার্দো। ফলে ০-২ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ইতোমধ্যে লা লিগায় ৬টি ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ। লিগ টেবিলের পঞ্চম স্থানেও নেমে গেছে সোলারির দল। ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট তাদের। আর ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে সোসিয়েদাদ। এছাড়া ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১।

সূত্র: গোল ডটকম

একে//