আফ্রিদির ঝড়ে কুমিল্লার জয়
প্রকাশিত : ১০:৫৬ এএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই ম্যাচের সব আলো কেড়ে নিলেন সাবেক পাকিস্তানী অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে ব্যাট হাতে রান পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। এই দু’জনের ব্যাটে চড়েই জয় পেয়েছেন তামিম-স্মিথরা।
রোববার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথ। সিলেট সিক্সার্সের দেওয়া ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে শেষ বলে জয় পায় কুমিল্লা।
আফ্রিদি ২৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। বল হাতে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন এই অলরাউন্ডার।
এছাড়া তামিম ইকবাল ৩৫, স্টিভ স্মিথ ১৬, ওয়ার্নার ১৪ এবং শোয়েব মালিক ১৩ রান করেন।
সিলেটের পক্ষে আল-আমিন হোসেন ও লামিচানে ২টি করে উইকেট এবং আফিফ হোসেন ১টি উইকেট লাভ করেন।
আর কুমিল্লার হয়ে মেহেদি হাসান ৪ ওভারে ২৪ রান খরচে তুলে নেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান খরচে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ শহীদ, ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট সাইফউদ্দিন আর ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট ঝুলিতে পুরেছেন আফ্রিদি।
একে//