ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

উপজেলা পরিষদে এম.আই.এস প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০২ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

বান্দরবানে উপজেলা পরিষদের একান্ত সহকারী ও টেকনিশিয়ানদের অনলাইন ভিত্তিক এম.আই.এস প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে সার্কিট হাউজে অনুষ্ঠিত ২ দিনের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সেসময় তিনি বলেন, নাগরিকদের কম সময়ে এবং কম খরচে সেবা প্রদানের লক্ষেই এই প্রশিক্ষণ কর্মসূচি। অনলাইন ভিত্তিক এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের কাজের অগ্রগতি বাড়বে এবং আগের চেয়ে আরো অনেক দ্রুতগতিতে যে কোন কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।