ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪,   আষাঢ় ১৮ ১৪৩১

মৃগী রোগ ও চিকিৎসার বিষয়ে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০১ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির উদ্যোগে মৃগী রোগ ও চিকিৎসার বিষয়ে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর জামালখান এলাকার সভায় বক্তারা বলেন, সমাজে বিভিন্ন মৃগী রোগের কুসংস্কার দূর করতে হবে। সঠিক চিকিৎসার মাধ্যমে অধিকাংশ রোগীকেই সুস্থ করা সম্ভব বলে জানান তারা। এসময় বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি প্রফেসর ডা. ঝুলন দাশ শর্মা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু-স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রনব কুমার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেমিনারে চট্টগ্রামের দেড় শতাধিক শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।