জঙ্গি দমনে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
পশ্চিমবঙ্গ ও আসামে ৩ বাংলাদেশীসহ ৬ জেএমবি সদস্য আটকের বিষয়টি এখনো অনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক নানা বিষয় নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ নিরাপদ। সন্ত্রাস ও জাঙ্গি দমনেও অন্যান্য দেশের চেয়ে এগিয়ে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ ও আসামে জেএমরি ৬ জঙ্গিকে আটকের বিষয়টি এখনো অবহিত করা হয়নি।
সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে জারি করা প্রজ্ঞাপনে কিছু সংশোধনী আনা হবে। এতে অফিস সময়ের পর মন্ত্রী, সচিব ও তাদের সহায়তার জন্য কর্মকর্তা কর্মচারিরা বিধি নিষেধের বাইরে থাকবেন।
আলোচনার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।