ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর আবারো হামলা শুরু করেছে মিয়ানমার

প্রকাশিত : ০৯:১৬ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:১৭ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারো হামলা শুরু করেছে। গতকাল মিয়ানমার সরকার ঘোষণা করেছে পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর তাদের সেনারা পুনরায় সামরিক অভিযান শুরু করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলো সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন অভিযানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থাগুলো মিয়ানমার সরকারের প্রতি ওই দমন অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বছর দেড়েক আগে রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের অমানবিক হামলার ঘটনায় অন্তত ছয় হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়। আহত হয়েছিল ৮ হাজার এবং ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুতে পরিণত হয়।

তথ্যসূত্র: এএফপি এবং পার্সটুডে

এমএইচ/